prosodhoni_un.jpg

আসছে ঈদ কেনাকাটা নিয়ে ব্যস্ত সবাই এর মধ্যে নিজেকে পরিপূর্ণভাবে সাজাতে জামা, জুতা ও গহনার পর প্রসাধন সামগ্রীর দোকানেও ভিড় করছেন তরুণীরা।

নতুন পোশাকের সাথে মিলিয়ে কিনছেন বিভিন্ন কসমেটিক, ঈদের আমেজ তৈরিতে সবাই নিচ্ছেন মেহেদী।

বৃহস্পতিবার রাজধানীর উত্তরার বিভিন্ন বিপণিবিতানে  গুরে দেখা যায়, পছন্দসই লিপস্টিক, কাজল, আই লাইনারসহ নানা প্রসাধন পণ্যের খোঁজে দোকানগুলোতে ভিড় করছে তরুণীরা। তবে মেহেদীর চাহিদা সবচেয়ে বেশি বলে জানান বিক্রেতারা।

ঈদে বিভিন্ন রূপে নিজেকে সাজিয়ে নিতে ক্রয় করছে  পছন্দের  ব্র্যান্ডের মেহেদী, লিপস্টিক, নেইল পলিশ, কাজল, আই-লাইনার, আই-শ্যাডো, মাশকারা, ফেইস পাউডার, ব্লাশনসহ বিভিন্ন মেকআপ সামগ্রীর।


রাজধানীর অভিজাত বিপণিবিতান "আর এ কে"শপিং কমপ্লেক্সে প্রসাধনীর দোকানগুলোতে ‘ম্যাট লিপস্টিক’ আর ওয়াটার প্রুফ কাজল’র চাহিদা সবচেয়ে বেশি বলে জানান বিক্রয়কর্মীরা।

বিভিন্ন ব্র্যান্ডের লিকুইড ম্যাট লিপস্টিকগুলোর চাহিদা সবচেয়ে বেশি। কাজলের চাহিদাও আছে, তবে কালারফুল যেমন ব্লু, গ্রিন কাজল আর আই-লাইনারগুলোও কিনছে কাস্টমাররা।

আর মেহেদীর তো বলার অপেক্ষা রাখে না। আলমাস, কাভেরীর টিউব মেহেদীর পাশাপাশি লিজান, মমতাজ, শাহাজাদী মেহেদী চলছে।


ম্যাট লিপস্টিকের কাস্টমারই বেশি, এখন এটা বেশি চলছে। কাজলও বেশ বিক্রি হচ্ছে।

তবে অন্যান্য প্রসাধনীর তুলনায় মেহেদীতেই ক্রেতাদের আগ্রহ বেশি বলে জানান  বিক্রয়কর্মীরা।


মেহেদী কিনছে বেশি, এরপর বেশি বিক্রি হচ্ছে লিপস্টিক, কাজল, আই লাইনার।

আর মেহেদী ছাড়া তো ঈদের আমেজ আসে না। তাই পরিবারসহ ছোট ভাই-বোন নিজের জন্যও মেহদী কিনছে তরুণীরা।উত্তরানিউজ২৪ডটকম / রনি চৌধুরী, রিপোর্টার

recommend to friends
  • gplus

পাঠকের মন্তব্য

ফেসবুকে আমরা