Nari

নারীর রাজনৈতিক ক্ষমতায়নে বাংলাদেশ বিশ্বে এক বিস্ময়ের নাম। জেনেভা ভিত্তিক অলাভজনক সংস্থা বিশ্ব অর্থনৈতিক ফোরামের সর্বশেষ ‘লিঙ্গবৈষম্য প্রতিবেদন’-এ বাংলাদেশ সার্বিক সূচকে বিশ্বে ৭২তম এবং রাজনৈতিক ক্ষমতায়ন বিচারে সপ্তম স্থানে রয়েছে। লিঙ্গ সমতায় আমাদের অবস্থান দক্ষিণ এশিয়ায় শীর্ষে। তবে কর্মসংস্থান ও শিক্ষায় আমাদের অবস্থানটি আজও হতাশার। সূচকে বাংলাদেশের অবস্থান শিক্ষায় ১১৪তম এবং অর্থনৈতিক অংশগ্রহণ ও সুযোগ বিবেচনায় ১৩৫তম। অর্থনৈতিক ক্ষমতায়নের পয়েন্ট ২০০৬ সালে ছিল ০.৪২, এখন তা আরো কম—০.৪১। ১৪৪ দেশের মধ্যে ১৩৫তম অবস্থান মানেই হচ্ছে অর্থনৈতিক ক্ষমতা বিবেচনায় নারীরা নাজুক অবস্থানেই রয়ে গেছে।

নারীর ক্ষমতায়নে অসামান্য অবদানের জন্য সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘প্ল্যানেট ৫০-৫০ চ্যাম্পিয়ন’ ও ‘এজেন্ট অব চেঞ্জ অ্যাওয়ার্ড’ লাভ করেন। জাতিসংঘে পুরস্কার গ্রহণকালে প্রধানমন্ত্রী বলেন, পৃথিবীর জন্য টেকসই ভবিষ্যৎ গড়তে চাইলে পুরুষের সঙ্গে নারীরও সমান উন্নতি হতে হবে। আমরা মনে করি, বাংলাদেশ এই পথে থাকলেও প্রতিবন্ধকতা কম নেই। সমাজ আজও প্রবলভাবে পুরুষতান্ত্রিক। অনেক পরিবারই নারীদের চাকরি করা বরদাশত করে না। কর্মজীবী বহু নারী পুরুষ সহকর্মীদের নিগ্রহের শিকার হন। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিরও মূল্য দিতে হচ্ছে নারীদের। যৌন নির্যাতন, এমনকি হত্যারও ঘটনা ঘটছে মাঝেমধ্যে। সরকারের নানা উদ্যোগের ফলে সাম্প্রতিক বছরগুলোয় নারী শিক্ষার হার নিঃসন্দেহে বেড়েছে। তবে প্রতিবেদনে শিক্ষায় ১১৪তম স্থান লাভের অর্থই হচ্ছে বাংলাদেশকে আরো বহু পথ পাড়ি দিতে হবে।

আইনের দৃষ্টিতে সব নাগরিক সমান সুযোগের অধিকারী। আমাদের সংবিধান নারী-পুরুষের মধ্যকার সব ধরনের বৈষম্য বিলোপের কথা বলেছে। নারীদের নিরাপত্তা বিধানে সাম্প্রতিক বছরগুলোয় আইনি কাঠামোও শক্তিশালী হয়েছে। তবে আইন ব্যবহারের চিত্রটি এখনো হতাশারই রয়ে গেছে। বিচারে বিলম্ব, ক্ষেত্র বিশেষে বিচারহীনতার সুযোগেও একশ্রেণির মানুষ নারীদের প্রতি সহিংস আচরণ করছে।

এই দেশ নারী ও পুরুষ সবারই। সমাজের অর্ধেক জনগোষ্ঠী যে নারীসমাজ, তাদের ঘরকুনো করে রেখে উন্নতি হতে পারে না। জাতির সামাজিক ও অর্থনৈতিক অগ্রগতিতে গতি আনতে হলে শিক্ষা, কর্মসংস্থান সর্বক্ষেত্রে নারীর অধিকার নিশ্চিত করতে হবে। নারীর রাজনৈতিক ক্ষমতায়নে আমরা ঈর্ষণীয় সাফল্য পেয়েছি। এখন এই অগ্রগতিকে নারীর সার্বিক উন্নয়নে কাজে লাগাতে হবে।উত্তরানিউজ২৪ডটকম / টিকে

recommend to friends
  • gplus

পাঠকের মন্তব্য

ফেসবুকে আমরা