1-m-h-s

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল আর নেই। গতকাল দুপুর আড়াইটার দিকে রাজধানীর গুলশান দুই নম্বরের একটি জাপানি রেস্তোরাঁয় গুরুতর অসুস্থ হয়ে তিনি মৃত্যবরণ করেন (ইন্নালিল্লাহি ...রাজিউন)।

ঢাকা বিশ্ববিদ‌্যালয়ের সাবেক ছাত্র শাকিল  ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন। আওয়ামী লীগের তথ‌্য ও গবেষণা সেল সিআরআই'র শুরুতে তা পরিচালনার দায়িত্বে ছিলেন তিনি।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৭ বছর। তিনি স্ত্রী ও এক কন্যাসন্তান রেখে গেছেন।

ফেসবুকে বেশ সক্রিয় ছিলেন তিনি। সোমবার রাতে ফেসবুকে শেষ স্ট্যাটাসে তিনি একটি কবিতা পোস্ট করেছিলেন। 

কবিতাটি হলো:
 
''এলা, ভালবাসা, তোমার জন্য
কোন এক হেমন্ত রাতে অসাধারণ
সঙ্গম শেষে ক্লান্ত তুমি, পাশ ফিরে শুবে।  
তৃপ্ত সময় অখণ্ড যতিবিহীন ঘুম দিবে।  
তার পাশে ঘুমাবে তুমি আহ্লাদী বিড়ালের মতো,
তার শরীরে শরীর ছুঁয়ে ছুঁয়ে, মাঝরাতে।  
তোমাদের দরজায় দাঁড়িয়ে থাকবে এক প্রগাঢ় দীর্ঘশ্বাস,
আরো একবার তোমাদের মোথিত চুম্বন দেখবে বলে।  
মৃতদের কান্নার কোন শব্দ থাকে না, থাকতে নেই,
নেই কোন ভাষা, কবরের কোন ভাষা নেই।  
হতভাগ্য সে মরে যায় অকস্মাৎ বুকে নিয়ে স্মৃতি,
তোমাদের উত্তপ্ত সৃষ্টিমুখর রাতে। ভালবাসা, তোমার জন্য
----------------------
কোন এক হেমন্ত রাতে অসাধারণ
সঙ্গম শেষে ক্লান্ত তুমি, পাশ ফিরে শুবে।  
তৃপ্ত সময় অখন্ড যতিবিহীন ঘুম দিবে।  
তার পাশে ঘুমাবে তুমি আহ্লাদী বিড়ালের মতো,
তার শরীরে শরীর ছুঁয়ে ছুঁয়ে, মাঝরাতে।  
তোমাদের দরজায় দাঁড়িয়ে থাকবে এক প্রগাঢ় দীর্ঘশ্বাস,
আরো একবার তোমাদের মোথিত চুম্বন দেখবে বলে।  
মৃতদের কান্নার কোন শব্দ থাকে না, থাকতে নেই,
নেই কোন ভাষা, কবরের কোন ভাষা নেই।  
হতভাগ্য সে মরে যায় অকস্মাৎ বুকে নিয়ে স্মৃতি,
তোমাদের উত্তপ্ত সৃষ্টিমুখর রাতে।''

শাকিল ভাইয়ের মত বিশ্বস্ত নিলোর্ভ লোক দেশ ও জাতির এখনো প্রয়োজন ছিল, আল্লাহ ভালো জানেন কি মনে করে শাকিল ভাইকে তার কাছে তুলে নিলেন যেখানেই থাকেন-ভাল থাকুন শাকিল ভাই।

ভাল থাকুন শাকিল ভাই– আল্লাহ আপনাকে বেহেশত নসিব করুন। গণমাধ্যমকর্মীদের ভালোবাসার পাত্র ছিলেন শাকিল ভাই ! ছিলেন বড় ছোট সবার প্রিয়পাত্র। 

 উত্তরানিউজ২৪ডটকম / আ/ম

recommend to friends
  • gplus

পাঠকের মন্তব্য

ফেসবুকে আমরা