bajigor

তুমুল জনিপ্রয় ছবি ‘বাজিগর’-এ এক ফ্রেমে দেখা গিয়েছিল বলিউড বাদশা শাহরুখ খান ও শিল্পা শেঠিকে। তাও সেটা ১৯৯৩ সালে। এরপর আইপিএল-এর সৌজন্যে খেলার মাঠে তাদের দেখা হলেও আয়োজন করে এক ফ্রেমে খুব একটা দেখা যায়নি এই জুটিকে। সম্প্রতি হঠাৎ দেখা হয়ে গেল ‘বাজিগর’ জুটির!

সদ্য একটি বিজ্ঞাপনচিত্রের শুটিং করছিলেন শিল্পা শেঠি। যে ফ্লোরে তিনি শুটিং করছিলেন এর ঠিক পাশেরটিতে শুটিং করছিলেন শাহরুখ খানও। আর এই কথা শোনামাত্রই সেখানে ঢুঁ মারেন শিল্পা। আর তখনই দেখা হয়ে যায় সেই তুমুল হিট জুটির! 

শুটিং ফ্লোরেই শাহরুখের সঙ্গে একটি ছবিও তুলেন তিনি। আর সেটা নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেন। আর এসময় তাকে ‘বাজিগর’ ছবির স্মৃতি মন্থন করতে দেখা গেছে। উত্তরানিউজ২৪ডটকম / আ/ম

recommend to friends
  • gplus

পাঠকের মন্তব্য

ফেসবুকে আমরা