ishika

এমন ঘটনা সচরাচর ফিল্মেই দেখা যায়। এবার দেখা মিললো বাস্তবেও। তাও আবার অভিনয়শিল্পীর বাসায়! যেমনটা ঘটেছে গত সোমবার, মডেল ও অভিনয়শিল্পী ঈশিকা খানের বাসায়। সোমবার  রাতে ঈশিকাসহ পরিবারের সদস্যরা বাসায় ছিলেন। রাতের খাবারের পর বুয়া সবাইকে চা পরিবেশন করেন। চা খাওয়ার অল্প কিছুক্ষণ পরই সবাই ঘুমিয়ে পরেন। সকালে অসুস্থবোধ করলে স্কয়ার হাসপাতালে চিকিৎসা নিতে যান ঈশিকা। চিকিৎসা শেষে বাসায় ফিরে দেখেন বড় ধরনের চুরির ঘটনা ঘটেছে। পুরো বাড়ি লণ্ডভণ্ড করেছে চোর। 

ঈশিকা জানিয়েছেন, রাতে চায়ের মধ্যে ঘুমের ঔষুধ মিশিয়েছেন কাজের বুয়া। এই সুযোগে তার বিয়ের অলংকার, টাকা পয়সা নিয়ে পালিয়েছেন বুয়া।

ঈশিকার বর্ণনায়, গত সন্ধ্যায় হাসপাতাল থেকে ধানমণ্ডি ২৭ নম্বর বাসায় ফেরার পর যখন গৃহকর্মীর খোঁজ করেও পাওয়া যাচ্ছিল না তখনই সন্দেহ হয়। এরপর আলমিরা ও অন্যান্য জায়গায় দ্রুত খুঁজে দেখেন নগদ লাখ খানেক টাকা ও ৩৫ ভরির মতো গহনা খোয়া গেছে।

এব্যাপারে থানায় জিডি করবেন বলে জানা গেছে। উত্তরানিউজ২৪ডটকম / আ/ম

recommend to friends
  • gplus

পাঠকের মন্তব্য

ফেসবুকে আমরা