saerw4gghfd

মার্কিন প্রেসিডেন্টকে ট্রাক চালকের আসনে বসতে হয়তো এর আগে কখনো দেখেন নি। তবে সম্প্রতি তাকে দেখা গেল ট্রাক চালকের আসনে বসতে। ৭০ বছর বয়সি রিপাবলিকান, স্যুট পরে ট্রাকে চালকের আসনে বসে বিভিন্ন ধরনের মুখ ভঙ্গি করেন। প্রেসিডেন্ট ট্রাম্পের এমন একটি ছবিই টুইটারে ভাইরাল হয়ে যায়।

জানা যায়, ট্রাম্প গতকাল হোয়াইট হাউসে স্বাস্থ্য বিল নিয়ে আলোচনায় বসেছিলেন। তার মাঝেই তিনি ট্রাক চালক এবং ট্রাক এক্সিকিউটিভদের সঙ্গে একটি আলোচনায় বসেন। এবং সেই বৈঠকের মাঝেই কয়েক মুহূর্তের জন্যে হোয়াইট হাউসের বাইরে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে উঠে চালকের আসনে বসে পড়েন মার্কিন প্রেসিডেন্ট। তারপর হর্ন বাজিয়ে ট্রাকটি চালানোর চেষ্টা করেন। সেই ছবিই এই হ্যাশট্যাগ নিয়ে সোশ্যাল মিডিয়ায়ে ভাইরাল হয়ে যায়।  

 উত্তরানিউজ২৪ডটকম / আ/ম

recommend to friends
  • gplus

পাঠকের মন্তব্য

ফেসবুকে আমরা