Sani

 
 
চাঁদ তুমি ঘুমিয়ে যাও, ঘুমাও নিশি মাঝ
ডেকোনা অামারে, ডেকোনা অার, ডেকোনা অামারে অাজ।
অামিও ঘুমায় ঘুমের মতো তবু...
চাঁদ তুমি ঘুমিয়ে যাও,
হে, প্রেম! তুমি নিয়ে যাও সব; দিয়ে যাও শুধু ফাঁকি!
নিয়ে যাও অামার সত্তাটুকুও, ফেলে রাখো কেবল `অামি'
প্রেম তুমি বুকের ওপর কিভাবে ওঠো নামি! 
কাছেতে রয়েও এলে না কাছে, দূরত্ব রইলো বৈকি
মাঝে মাঝে কিসের কাঁটা বিঁধে বুকে, প্রেম তোমারও এমন হয় কি!
কাছে না পেলেও প্রেম তুমি ভেতরে বেঁধেছো বাসা
ভালো বাসা নাকি জানিনা অামি, তবে কি এক `ভালোবাসা'!
 
তাই প্রেম
শূণ্য থেকেই পূর্ণ হলেম!
অামি দূর থেকেই না হয় লভঃ মমঃ পূর্ণতা
শেষে জেনেছি তোমার কাছেই, `বিরহে প্রেম, মিলনে শূণ্যতা'।
 
ফয়সাল হাবিব সানি


উত্তরানিউজ২৪ডটকম / টি/কে

recommend to friends
  • gplus

পাঠকের মন্তব্য

ফেসবুকে আমরা