rose-vely

রোজ ভ্যালি চিটফান্ডের আর্থিক দুর্নীতি আর প্রভাবশালীদের ভূমিকা নিয়ে তদন্তে নেমেই সিবিআইয়ের হাতে উঠে আসে এক ভয়ঙ্কর তথ্য। দেখা যায় প্রভাবশালীদের মধ্যে রয়েছেন বাংলা ছবির এক খ্যাতনামা নায়িকা। তাপস পালকে গ্রেফতার করে জেরার পরে তা আরও স্পষ্ট হয়ে গিয়েছে। আর তার জেরেই সিবিআই সূত্রের দাবি, রোজ ভ্যালিকাণ্ডে এ বার বড় চমক আসতে চলেছে। সব কিছু ঠিক ঠাক থাকলে আগামী সপ্তাহের গোড়াতেই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তলব পেতে চলেছেন টলিউডের এক নামজাদা অভিনেত্রী।

জানা গিয়েছে, ইতিমধ্যেই দিল্লির অনুমতি পেয়ে গিয়েছেন কলকাতার সিবিআই কর্তারা। টলিউডের ওই প্রথম সারির নায়িকাকে আগামী সপ্তাহের গোড়ার দিকে ডাকতে চলেছে সিবিআই। তবে হাই-প্রোফাইল ওই নায়িকাকে ডাকার আগে তথ্য-প্রমাণ সাজিয়ে নিতে চাইছেন সিবিআই-এর গোয়েন্দারা। এক সূত্র জানিয়েছে, ইতিমধ্যেই রোজ ভ্যালির কর্ণধার গৌতম কুণ্ডুর সঙ্গে ওই নায়িকার বেশ কিছু ঘনিষ্ঠ ছবিও সিবিআই-এর হাতে এসেছে। এ ছাড়াও রোজ ভ্যালির কর্মীদের থেকে পাওয়া গিয়েছে বেশ কিছু বড় অঙ্কের লেনদেনের প্রমাণ। কলকাতা ছাড়াও গৌতম কুণ্ডুর দিল্লির ফ্ল্যাটে ওই নায়িকার নিয়মিত যাতায়াত ছিল বলেও প্রমাণ পেয়েছে সিবিআই। এমন কী, ওই নায়িকার মাধ্যমে গৌতম কুণ্ডু বিদেশে টাকা পাচার করেছেন এমন প্রমাণও সিবিআইয়ের হাতে মজুত বলে দাবি করা হচ্ছে।

শুধু ওই নায়িকাই নয়, সিবিআইয়ের নজরে রাজ্যের এক মন্ত্রীও। টলিউডের উপরে প্রভাবশালী ওই মন্ত্রীও রোজ ভ্যালির বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন যেখানে ওই নায়িকাও ছিলেন। সিবিআই সূত্রে জানা গিয়েছে, টলিউডের ওই নায়িকার সঙ্গে তৃণমূল কংগ্রেসের আরও কয়েক জন নেতার যোগাযোগ ছিল। তাঁরা সকলেই অভিনেত্রীকে সামনে রেখে বিভিন্ন সুযোগ সুবিধা নিয়েছেন গৌতম কুণ্ডুর থেকে।

সিবিআই চাইছে, ওই অভিনেত্রীকে ডেকে জিজ্ঞাসাবাদ করে পাওয়া নথির সত্যতা যাচাই করা হবে। পরে দরকার হলে ওই নায়িকার বাড়িতে হানা দিয়ে আরও নথির সন্ধান করা হতে পারে। উত্তরানিউজ২৪ডটকম / আ/ম

recommend to friends
  • gplus

পাঠকের মন্তব্য

ফেসবুকে আমরা