obamaa3805.jpg

সদ্য সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও ফার্স্ট লেডি মিশেল ওবামার ভালোবাসাটা ছিল দৃশ্যমান। সম্পর্কের ২৮ বছর পরেও যে তাদের মধ্যে ভালোবাসাটা সম্পূর্ণ অটুট সেটা ভ্যালেনটাইন ডে উপলক্ষে বুঝিয়ে দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়।
 
প্রথমে সোশ্যাল মিডিয়ায় নিজের ভালোবাসা ব্যক্ত করেন ওবামা। হোয়াইট হাউজে তোলা দারুণ রোমান্টিক এক ছবি টুইটারে পোস্ট করে ওবামা বলেন, হ্যাপি ভ্যালেনটাইন ডে মিশেল ওবামা। ২৮ বছর ধরে তোমার সঙ্গে আছি, কিন্তু এখনো সব কিছু নতুন মনে হয়। আর মিশেলও তার জবাবটা দিয়েছেন দারুণভাবে।
 
 
হোয়াইট হাউজে আট বছর কাটানোর পরে এক দ্বীপে ছুটি কাটানোর ছবি শেয়ার করে মিশেল ইনস্টাগ্রামে দেয়া পোস্টে বলেন, আমার জীবনের শ্রেষ্ঠ ভালোবাসা ও প্রিয় দ্বীপসঙ্গী বারাক ওবামাকে হ্যাপি ভ্যালেনটাইন ডে। হ্যাশট্যাগ দিয়ে লিখেন, ভ্যালেনটাইন। দুইজনের ভ্যালেনটাইন ডে উদযাপন সোশ্যাল মিডিয়ায় বেশ আলোড়ন তুলেছে।


উত্তরানিউজ২৪ডটকম / আ/ম

recommend to friends
  • gplus

পাঠকের মন্তব্য

ফেসবুকে আমরা