sakib_ajij_un.jpg

এবার শাকিব-আজিজকে অবাঞ্ছিত করে আজীবন নিষিদ্ধ করল বাংলাদেশ চলচ্চিত্র ঐক্যজোট। আজ শুক্রবার (২৩ জুন) সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন চলচ্চিত্র ঐক্যজোটের নেতারা। এফডিসির সমস্ত সংগঠন থেকে শাকিব খান ও জাজ মাল্টিমিডিয়ার প্রধান আব্দুল আজিজকে অবাঞ্ছিত করে তাদের নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

 

সেইসঙ্গে যৌথ প্রযোজনার নামে দেশের প্রচলিত আইন যারা ভেঙেছে তাদের সঙ্গে জড়িত সব শিল্পী, পরিচালক, প্রযোজক ও কলা কুশলীদেরও নিষিদ্ধ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন ঐক্যজোটের আহ্বায়ক মুশফিকুর রহমান গুলজার, নন্দিত অভিনয় শিল্পী ফারুক, আলমগীর, রোজিনা, রিয়াজ, অঞ্জনা ও ১৮ সংগঠনের নেতাকর্মীরা।

 

সম্মেলনে মুশফিকুর রহমান গুলজার বলেন, ‘জাজ মাল্টিমিডিয়া থেকে বারবার বলা হচ্ছে আমরা যৌথ প্রযোজনার বিরুদ্ধে আন্দোলন করছি। কিন্তু এটা ভুল প্রচার। আমরা যৌথ প্রযোজনার নিয়ম মানা হচ্ছে না বলে আন্দোলনে নেমেছি। আর গেল কয়েক বছর ধরেই এই অনিয়ম করে যাচ্ছে জাজ মাল্টিমিডিয়া ও তাদের সহযোগীরা। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু তাদের সাহায্য করে যাচ্ছেন। শাকিব খানও তাদের পক্ষ হয়ে ইন্ডাস্ট্রিকে খাটো করে নানা কথা বলছেন। তাই তাদের চলচ্চিত্র পরিবারের পক্ষ থেকে অবাঞ্চিত ঘোষণা করা হলো।’

 

ঈদের ছুটিতে অফিস বন্ধ উল্লেখ করে গুলজার বলেন, `শাকিব ও আজিজ গংদের এই মুহূর্ত থেকে নিষিদ্ধ করা হলো। অফিস খুললে ওদের লিখিত চিঠি পাঠানো হবে।’উত্তরানিউজ২৪ডটকম / নিজস্ব প্রতিবেদক

recommend to friends
  • gplus

পাঠকের মন্তব্য

ফেসবুকে আমরা