lash

চাঁদপুরের ফরিদগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতা সুভাষ মজুমদার (৭০)। আজ রবিবার রাতে চাঁদপুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের ফরিদগঞ্জ পৌরসভার বড়ালী এলাকায় সিএনজি অটোরিকশা-পিকআপ ভ্যান মুখোমুখি সংর্ঘষে তিনি গুরুতর আহত হন।

পরে চাঁদপুর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে জরুরিবিভাগের চিকিৎসক মিজানুর রহমান তাকে মৃত ঘোষণা করেন।  

 ফরিদগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, রবিবার সন্ধ্যা সাড়ে সাতটায় ওই সড়কের গৃদকালিন্দিয়া থেকে সিএনজি অটোরিকশায় বাড়ি ফিরছিলেন সুভাষ মজুমদার। বড়ালী এলাকায় পৌঁছালে বিপরিত থেকে আসা বালিভর্তি একটি পিকআপ ভ্যান অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন সুভাষ মজুমদার। পরে হাসপাতালে নেওয়া পথে অতিরিক্ত রক্তক্ষরণে তিনি মারা যান।

এদিকে, মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতা সুভাষ মজুমদারের মৃত্যুতে স্থানীয় সংসদ সদস্য ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল খায়ের পাটওয়ারী, সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকার, পৌরসভা মেয়র মাহফুজুল হক, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, ফরিদগঞ্জ প্রেসক্লাব, ফরিদগঞ্জ শ্রী শ্রী লক্ষ্মীনরায়ণ জিউর আখড়া কমিটি, হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদ উপজেলা শাখা, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ উপজেলা শাখার নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।  উত্তরানিউজ২৪ডটকম / টি/কে

recommend to friends
  • gplus

পাঠকের মন্তব্য

ফেসবুকে আমরা