mis-bambam

‘মিস বামবাম’ সুজি কর্টেজ আবারও খবরের শিরোনামে। একটি নামী ম্যাগাজিনের প্রচ্ছদে দেখা যাবে এই ব্রাজিলীয়কে। এবং সেই ম্যাগাজিনের সংখ্যাটি প্রকাশিত হবে ৫ অগস্ট। এদিন থেকেই রিওতে শুরু হচ্ছে অলিম্পিক্স। আর মিস বামবাম ম্যাগাজিনের প্রচ্ছদে ধরা দিচ্ছেন বিভিন্ন অবতারে। ‘মিস বামবাম’ আবার লিওনেল মেসির ভক্ত। মেসির ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ছবি পোস্ট করতেন সুজি। সেই ছবি দেখে মেসির বান্ধবী আন্তোনেলা ‘মিস বামবাম’কে ব্লক করে দেন।

পরবর্তীতে ‘মিস বামবাম’-এর পছন্দের তালিকায় জায়গা পেয়েছেন জেরার্ড পিকে, লুইস সুয়ারেজ। এ হেন সুজি কর্টেজ একটি নামী ম্যাগাজিনের প্রচ্ছদে ধরা দেবেন বিভিন্ন ভঙ্গিমায়। অলিম্পিক্সে যে সব ইভেন্ট রয়েছে,  সুজিকে দেখা যাচ্ছে সেই সব ইভেন্টের পোশাকে। কখনও তিনি ভারত্তোলন অনুশীলনে মজে, আবার কখনও ফুটবল পায়ে দেখা যাচ্ছে মিস বামবামকে। আসলে জনতার চাপে পড়েই নামী ম্যাগাজিনটি ‘মিস বামবাম’কে মডেল হিসেবে বেছে নিয়েছে। উত্তরানিউজ২৪ডটকম / আ/ম

recommend to friends
  • gplus

পাঠকের মন্তব্য

ফেসবুকে আমরা