ship_bdp

গভীর সমুদ্রে ভেসে বেড়াচ্ছে ভূতুড়ে একটি জাহাজ। বিশ্বাস হচ্ছে না তো।

আসলেই না হওয়ার মতি কথা এটি। গভীর সমুদ্রে লেক সুপিরিয়রে যেখানে শুধুই পানি আর পানি, আর সেখানেই ভেসে বেড়াচ্ছে একটা ভূতুড়ে জাহাজ।  

 

যেমনি দেখা তেমনই ভিডিও করে ফেলা। এই সুযোগ কি কেউ ছাড়ে। আর সেজন্যে জ্যাসন অ্যাসেলিন নামের এক ব্যক্তি পুরো ঘটনাটি ক্যামেরাবন্দি করে ইউটিউবে ছেড়ে দেন। এমনকি নিজের সোশ্যাল মিডিয়াতেও এই ভিডিওটি আপলোড করা হয়েছে। আর তা হতেই রীতিমত সোশ্যাল মিডিয়াতে ভাইরাল সেই ভিডিও।

 উত্তরানিউজ২৪ডটকম / আ/ম

recommend to friends
  • gplus

পাঠকের মন্তব্য

ফেসবুকে আমরা