259shomi_pic.jpg

এই কাণ্ড ঘটিয়ে ইতিমধ্যেই গিনেস বুক অফ রেকর্ডসে নাম তুলেছেন তিনি। এতটা নমনীয় শরীর কি দেখেছেন কোথাও? এতটা নমনীয়তা বেশ দুষ্প্রাপ্য সারা পৃথিবীতেই। নিউ ইয়র্কের ২২ বছর বয়সী শেমিকা চার্লস ইতিমধ্যেই তার লিম্বো নাচের জন্য ভুবনখ্যাত। শেমিকার নৃত্যদক্ষতা এমন স্তরে যে, তাকে 'লিম্বো কুইন' বলেই জানে মিডিয়া।

লিম্বো নাচের সঙ্গে পরিচিত ব্যক্তিমাত্রেই জানেন, এই নাচের জন্য বিপুল নমনীয়তা প্রয়োজন। শেমিকা সেই কাঙ্ক্ষিত নমনীয়তাকে অর্জন করেছেন বহুদিনই। এখন তার নেশা সেই নমনীয়তাকে অতিক্রম করে যাওয়া। সেই লক্ষ্যে এক অদ্ভুত এবং প্রচণ্ড ঝুঁকিপূর্ণ কাণ্ড ঘটালেন তিনি।

একটি টয়োটা ৪X৪ গাড়ির তলায় তরল পদার্থে ভরা পাত্রের দুটি ট্রে দুহাতে নিয়ে শেমিকা ঢুকে গেলেন এবং পাত্র না ভেঙে, পানীয় না ফেলে বেরিয়েও এলেন নাচের ছন্দ অক্ষুণ্ন রেখে। সম্প্রতি সেই ভিডিও তিনি তার সোশাল মিডিয়া অ্যাকাউন্টে শেয়ার করার সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে যায়।

দেখুন সেই অবিশ্বাস্য ভিডিও :

 উত্তরানিউজ২৪ডটকম / আ/ম

recommend to friends
  • gplus

পাঠকের মন্তব্য

ফেসবুকে আমরা