jounanggo

নারীর বহিরিন্দ্রিয় ৬ ভাগে বিভক্ত। সেগুলি হলঃ

১. কামাদ্রিঃ নারীর যোনীর উপরে আছে কামাদ্রি। এটি মাংসল নরম একটি অংশ। কামাদ্রির জন্য়ই উভয়ের ঘর্ষনের ফলে যৌন আনন্দ হয় এবং প্রচুর ক্ষরন হয়।

২. বৃহৎ ভগোস্ঠঃ কামাদ্রির নিচের দিক দুই ভাগে ভাগ হয়েছে, যা যোনী ও মুত্রনালীকে ঘিরে রাখে। এ দুটিও বেশ মাংসল অংশ। এরা যোনিকে রক্ষা করে এবং মিলনে আনন্দ পেতে সাহায্য় করে।

৩. ক্ষুদ্র ভগোষ্ঠঃ এর দুটি অংশ বৃহৎ ভগোষ্ঠের ঠিক মাঝখানে অবস্থিত। তবে মৈথুনের ফলে এ দুটি আকারে বেড়ে যায়, এবং বাইরে বেরিয়ে আসে।

৪. ভগাঙ্কুরঃ ক্ষুদ্র ভগোষ্ঠ দুটি যেখানে শেষ হয়েছে, সেখানে এই কামাঙ্গ টি আছে। এটি হল পুরুষাঙ্গের বিকল্প, তাই এটি বেশি সংবেদনশীল হয়ে থাকে।

৫. মূত্রদ্বারঃ নারীর মুত্রপথ ও যোনীপথ আলাদা। এটি ভগাঙ্কুরের এক ইন্ঞি নিচে এবং যোনীমুখের একটু উপরে থাকে।

৬. যোনীদ্বারঃ যোনি নালীর প্রবেশ পথ হল যোনীদ্বার। সাধারনত কুমারী অবস্থায় এটি একটি পাতলা পর্দা দিয়ে ধাকা থাকে। যাকে বলে যৌন আবরণী/সতীচ্ছদ বা হাইমেন।উত্তরানিউজ২৪ডটকম / আ/ম

recommend to friends
  • gplus

পাঠকের মন্তব্য

এ বিভাগের আরও খবর

ফেসবুকে আমরা